কংগ্রেসকে সমর্থন করলো সপা-বসপা, সরকার গঠনের ক্ষেত্রে পরিষ্কার হলো রাস্তা

Spread the love

যদিও কংগ্রেসের সঙ্গে তাঁর মতভেদ আছে, বাবাসাহেব আম্বেদকরের নির্দেশিত পথে পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য যথাযথ ব্যবস্থা নেয়নি তারা। তবু, বিজেপিকে রুখতে কংগ্রেসের হাতই ধরছেন তিনি।

বুধবার, সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী। ২৩০টি আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে সরকার গড়ার জন্য চাই ১১৬টি আসন৷ ফল ঘোষণার পর জানা যায়, কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ১১৪টি আসন৷ বিজেপি থেমে গিয়েছে ১০৯-এ৷ সেখানে বিএসপি-র ঝুলিতে থাকা দুটি আসনের সমর্থন সরকার গঠনের ক্ষেত্রে কংগ্রেসের দাবিকে শক্তিশালী করল।

সেই সঙ্গে মায়াবতী জানিয়ে দেন, দরকার পড়লে রাজস্থানেও কংগ্রেসকে সমর্থন জানাতে প্রস্তুত বিএসপি। তবে, ছত্তিশগড়ে কংগ্রেসে প্রয়োজনীয় আসন লাভ করায়, সেখানে আর তাঁদের সমর্থন দরকার নেই বলে দিল্লিতে সাংবাদিক বৈঠকে জানান বিএসপি সুপ্রিমো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*