আরবিআইয়ের নতুন গভর্নর শক্তিকান্ত দাস আসার পরই টাকার দামে ধস। বুধবার বাজার খুলতেই পড়ল টাকার দাম। ৩২ পয়সা কমে ডলারের নিরিখে টাকার দাম দাঁড়িয়েছে ৭২.১৭টাকা।
মঙ্গলবার পাঁচ রাজ্যের নির্বাচনের ফল প্রকাশের পর টাকার দাম ছিল ৭১.৮৪টাকা। গত কয়েকদিনের ধস কাটিয়ে গতকালই টাকার দাম ৫৩ পয়সা বাড়ে। বুধবার খুব বেশি না হলেও ফের দাম পড়ায় চিন্তায় বিনিয়োগকারীরা । বিশ্ব বাণিজ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে এর কারণ হিসেবে মনে করা হচ্ছে।
টাকার দাম পড়লেও চাঙ্গা শেয়ার সূচক। বুধবার ৩৫০ পয়েন্ট বেড়ে ৩৫,২২৭.৮৪ পয়েন্ট নিয়ে খোলে সেনসেক্স। নিফটির সূচক তেজি হয় ১০,৫৯১ পয়েন্টে।মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার আগে শেয়ার সূচক ছিল ৩৫,১৫০.০১ । নিফটির সূচক ১০,৫৪৯.১৫ পয়েন্টে গিয়ে থামে। আজ নিফটির ৫০ শেয়ারের মধ্যে ৪৩টি বড়সড় লাভের মুখ দেখে। যার জেরে সকাল থেকে লাফিয়ে লাফিয়ে সূচক বৃদ্ধি পায়। বেলা বাড়তেই পয়েন্ট নির্দিষ্ট হয়।
অবশ্য গতকাল কংগ্রেস জয় পেতে শুরু করার পরই শেয়ারে ধস নামে। যার রেশ বাজার বন্ধ হওয়া পর্যন্ত থাকে। তাই, টাকার দাম পড়লেও শেয়ার সূচক বৃদ্ধি গতকালের ঘাটতি কিছুটা মেটাতে সফল বলে মনে করা হচ্ছে। শেয়ারে মুনাফার মুখ দেখছেন বিনিয়োগকারীরা।
Be the first to comment