এসি সফর হবে রুচিশীল। আরামের সফরে এ বার লাগছে শিল্পের ছোঁয়া। মহানন্দা এক্সেপ্রেসের এসি কামরাগুলিকে নতুন ভাবে সাজাচ্ছে ভারতীয় রেল। অন্তরঙ্গে বদল সামান্যই, আমূল পরিবর্তন হচ্ছে কামরার বহিরঙ্গে। রং থেকে কারুকাজ, খুঁটিনাটি নজর রাখছে রেল।
একেবারেই ভোলবদল হচ্ছে ট্রেনের বাইরের রূপে। নতুন করে সেজে উঠছে মহানন্দা এক্সেপ্রেস। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা জানিয়েছেন, এই ট্রেনের এসি কামরা বিহারেরবিখ্যাত মধুবনি শিল্পের ধাঁচে রঙ করা শুরু হয়ে গেছে। কারুকাজেও থাকছে চমক।
আলিপুরদুয়ার থেকে পুরনো দিল্লি যেতে সময় লাগে দু’দিন। দিনে মোট চারটি এক্সপ্রেস আপ-ডাউন করে। যাত্রাপথের এলাকাগুলির বিভিন্ন স্থানীয় শিল্পকেও ট্রেন সাজানোর রসদে সামিল করা হবে জানিয়েছেন রেলের আধিকারকরা। প্রতিটি এক্সপ্রেসে রয়েছে তিনটি করে এসি কোচ। প্রাথমিক ভাবে সেগুলি দিয়েই ভোলবদল শুরু হয়েছে। স্থানীয় শিল্পীদের হাতের কারুকাজে সাজিয়ে তোলা হবে কামরাগুলি।
যাত্রা পথের বিভিন্ন এলাকার মানুষ যাতে ট্রেনের সাজের সঙ্গে নিজেদের একাত্ম করতে পারেন তাই এই প্রচেষ্টা বলে জানিয়েছেন আধিকারিকরা। উত্তরপুর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম চন্দ্রবীর রমন বলেছেন, “ আমরা প্রাথমিকভাবে মহানন্দা এক্সপ্রেসের এসি কামরাগুলো রঙ করছি। এক্সপ্রেসের একটি রেকের এসি কামরায় এই রঙের কাজ চলছে। বিহারের বিখ্যাত মধুবনি শিল্পের আদলে সাজানো হচ্ছে এই ট্রেনের এসি কামরা। আমরা আশা করছি আগামি এক সপ্তাহে এই মধুবনি শিল্পের আদলে রঙ করা ট্রেন চলা শুরু করবে।’’
Be the first to comment