নিজস্ব সংবাদদাতা,
অনলাইনে যৌন হেনস্থার বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে ডিজিটাল মানব-বন্ধন গড়ার উদ্যোগ নিচ্ছে রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশন ও আইজেএম। আজ কমিশনের কনফারেন্স হলে এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন হয়। কমিশনের সভানেত্রী ও সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন সিআইডি আইজি(1) অজয় রানাড়ে, বিধাননগর কমিশনারেটের এসিপি অভিষেক চক্রবর্তী, ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল, নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্ত এবং ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের (আইজেএম) কলকাতা অধিকর্তা সাজি ফিলিপ।
আগামী ১৪ ই ও ১৫ ই ডিসেম্বর ২০১৮ তারিখে “বিশ্ব বাংলা কনভেনশন” সেন্টারে সাইবার মাধ্যমে শিশু নিগ্রহ ও পাচার রুখতে একটি আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে (“সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন ইন এ ডিজিটাল এরা”)। এই ধরণের কর্মশালা ভারতে প্রথম!
এই সম্মেলনে যোগদান করতে আসছেন ফিলিপিন্স, ইউ.এস.এ, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যন্ডস ও থাইল্যন্ড- এই ৬টি দেশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। এছাড়া আসছেন ফিলিপিন্স, ইউ.এস.এ, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যন্ডস, থাইল্যন্ড, কেনিয়া, উগান্ডা, সুইডেন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, ইজিপ্ট এবং ফ্রান্স- এই ১৫টি দেশের সরকারি দপ্তরের প্রতিনিধি।
যোগ দিতে আসছে আন্তর্জাতিক স্তরের প্রথম সারির কর্পোরেট সংস্থা, যেমন, ফেসবুক, গুগল, ইন্সটাগ্রাম, ডেলয়েট, প্রাইস ওয়াটারহাউস কুপার। হাই কোর্টের মাননীয় বিচারপতি সহ অন্য প্রায় সমস্ত রাজ্যের শিশু সুরক্ষা আয়োগ ও মহিলা কমিশনের চেয়ারপার্সন এবং সদস্যবৃন্দ এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, আন্তর্জাতিক ও সর্বভারতীয় মিডিয়ার প্রতিনিধি, এনজিও-র প্রতিনিধিবৃন্দ এই সম্মেলনে উপস্থিত থাকবেন।
Be the first to comment