গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে। সবরকম গন্ডগোল এড়াতে সতর্ক উপকূলরক্ষী বাহিনী। সুরক্ষার স্বার্থে এবছরই প্রথম সাগর মেলায় সবসময়ের জন্য রাখা হবে ভেসেল। থাকবে হেলিকপ্টারও।
১ – ১০ জানুয়ারি থেকে শুরু গঙ্গাসাগর মেলার। মেলা চলবে চোদ্দই জানুয়ারি পর্যন্ত। সেই মেলাকে ঘিরে প্রতিবছরই থাকে উপচে পড়া ভিড়। ভিড়ের চাপে প্রায়ই দুর্ঘটনায় পড়েন মানুষ। কোনওরকম দুর্ঘটনা এড়াতে এবার আগে থেকেই তৎপর উপকূলরক্ষী বাহিনী। মেলা শুরুর প্রায় এক মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি।
গত বছরেও জাহাজ ও হেলিকপ্টার প্রস্তুত ছিল হলদিয়ায়। কিন্তু এবার তা থাকবে সাগরেই। এছাড়াও থাকবে বিশেষ নদরদারি।
মেলার সময় এই কপিলমুনির আশ্রমে তিল ধরার জায়গা থাকে না। পৌষ সংক্রান্তিতে এই এলাকারই চেহারা বদলে যায়। ইচ্ছে থাকলেও অনেকেই সেখানে পৌঁছতে পারেন না।
তাই মেলার জন্য অপেক্ষা না করে অনেকে সুযোগ বুঝে এখনই পৌঁছে যাচ্ছেন সাগরে। হাজির অনেক সাধুও। শুধু এ রাজ্যের নয়, গঙ্গাসাগেরর টানে হাজির হন ভিন রাজ্যের সাধু সন্ন্যাসীরা। আসেন বহু বিদেশীও।
কথায় বলে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একরার। সেই গঙ্গাসাগরের টানে প্রতি বছর এখানে হয় পুণ্যার্থীদের সংখ্যা বাড়ে। পুণ্য স্নানের পর অনেকে ফিরে যান। অনেকে হারিয়েও যান। তাদের খুঁজে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন জেলা প্রশাসন। প্রতি বছরই আবার বহু মানুষ এসে থেকে যান। আশ্রয় নেন এই কপিল মুনির কাছেই।
Be the first to comment