দেশ জুড়ে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

Spread the love

এই মাসের ২০ তারিখের পরে ব্যাঙ্কে বিশেষ কোনও কাজ থাকলে তা আগেভাগেই সেরে ফেলতে পরামর্শ দিচ্ছে সরকার। কারণ ২১ থেকে ২৬ ডিসেম্বর– এই ছ’দিনের মধ্যে পাঁচ দিনই বন্ধ থাকতে চলেছে দেশ জুড়ে সমস্ত ব্যাঙ্ক।

২১ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক সংগঠন এআইবিওবি। এবং ২৬ ডিসেম্বর ধর্মঘট ডেকেছে ইএফবিইউ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পাশাপাশি বন্ধ থাকবে সমস্ত বেসরকারি ব্যাঙ্কও। এই দু’দিনের মাঝে ২২ ডিসেম্বর চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৩ ডিসেম্বর রবিবার। ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি। মাঝে কেবল ২৪ ডিসেম্বরই খোলা থাকবে ব্যাঙ্ক।

ধর্মঘটের কারণ হিসেবে জানা গেছে যে ব্যাঙ্ক সংযুক্তিকরণের বিরুদ্ধে প্রতিবাদেই এই ধর্মঘট। কেন্দ্রীয় সরকারের নির্দেশে রুগ্ণ ব্যাংকগুলিকে অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে সংযুক্তিকরণের প্রক্রিয়া অনেক দিনই শুরু হয়েছে। সেই সংযুক্তিকরণের প্রতিবাদেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে খবর।

টানা ব্যাঙ্ক বন্ধ থাকার জন্য গ্রাহকদের ভোগান্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে। যদিও ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে এটিএমগুলি খোলা থাকবে, তবু এত দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে এটিএমে-ও টাকার ঘাটতি হবে বলে আশঙ্কা করছেন অনেকেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*