দুর্যোগ যেন কাটছেই না। গাজার পরে এবার দাক্ষিণাত্যে থাবা বসাতে ধেয়ে আসছে পিথাই। ক্রমশ বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপটি গভীর সাইক্লোনে পরিণত হচ্ছে। যদিও বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব চেন্নাই উপকূল থেকে প্রায় ৯৬০ কিলোমিটার দূরে রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সাইক্লোনটি ক্রমাগত শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে চলেছে। আগামি রবি স্থলভূমিতে ঢুকে পড়বে। ফলে রবিবার ও সোমবার তামিলনাডু, অন্ধ্রপ্রেদশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই অন্ধপ্রদেশ সরকার উপকূলবর্তী জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করেছে। সেখানকার আঙ্গোল ও কাকিনাড়ায় ব্যাপক বৃষ্টিপাত ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এদিকে, বঙ্গোপসাগরের এই নিম্নচাপের দাপটে শীত উধাও পশ্চিমবঙ্গেও। নিম্মচাপের প্রভাব কাটলেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
Be the first to comment