জাতির জনক কে? উত্তর মহাত্মা গান্ধি। আর রাষ্ট্রমাতা কে? যদি হিমাচল প্রদেশ সরকারের প্রস্তাব গৃহীত হয়, তাহলে উত্তর হবে গোমাতা। গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার প্রস্তাব গৃহীত হল সেখানকার বিধানসভায়।
রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী বিরেন্দর কানোয়ার জানান, আপাতত প্রস্তাবটি কেন্দ্রকে বিবেচনার জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই, রাজ্যসরকার গো কল্যাণ ও গো সংরক্ষণের জন্য বিশেষ বিল এনেছে। যার ভিত্তি গোসেবা আয়োগ তৈরি করা হবে।
বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর জানান, গোশালা নির্মাণের জন্য সরকার সমস্ত ধরনের মদের ওপর ১ শতাংশ অতিরিক্ত সেস বসিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন মন্দিরে ভক্তদের দানের টাকার ১৫ শতাংশও গোশালা নির্মাণ ও রক্ষাণাবেক্ষণে খরচ করা হবে।
Be the first to comment