অযোধ্যায় রামের মূর্তি তৈরি নিয়ে যোগী সরকারকে উপদেশ দিলেন কংগ্রেস নেতা করণ সিং

Spread the love

অযোধ্যায় ভগবান রামের মূর্তি গড়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। এ বার সেই মূর্তি নিয়ে যোগী সরকারকে উপদেশ দিলেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা করণ সিং।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে একটি চিঠি পাঠিয়েছেন করণ সিং। সেখানে তিনি লিখেছেন, ” উত্তরপ্রদেশ সরকার যদি মনে করে অযোধ্যায় ভগবান রামের মূর্তি বানাবে, তাহলে আমার মনে হয় অতো উঁচু মূর্তি না বানিয়ে সরকারের উচিত মূর্তির উচ্চতা অর্ধেক করে দেওয়া। সেইসঙ্গে ভগবান রামের পাশে সীতার মূর্তিও রাখা উচিত।”

কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা আরও বলেছেন, অযোধ্যায় সীতা কোনও দিন সম্মান পাননি। তাই এই শহরের উচিত তাঁকে সম্মান দেওয়া। তাঁর কথায়, ” বিয়ের পরে অযোধ্যায় এসেছিলেন সীতা। কিন্তু তারপরেই তাঁকে ভগবান রাম ও লক্ষণের সঙ্গে ১৪ বছরের জন্য বনবাসে যেতে হয়। সেখান থেকে তাঁকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যাওয়া হয়।”

এমনকী মুক্তি পাওয়ার পরেও নিজের প্রাপ্য সম্মান পাননি সীতা, এমনটাই মনে করেন করণ সিং। তাঁর কথায়, ” মুক্তির পর লঙ্কা থেকে ফিরে আসার পরেও তাঁকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। এরপরেও গর্ভবতী অবস্থায় তাঁকে আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাই অযোধ্যায় সীতার প্রাপ্য জায়গা তাঁকে দেওয়া উচিত। ”

প্রসঙ্গত, আমেদাবাদে সর্দার বল্লবভাই পটেলের ‘স্ট্যাচু অফ ইউনিটি’ উদ্বোধনের পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, অযোধ্যায় সরযূ নদীর তীরে ভগবান রামের ২২১ মিটার উঁচু মূর্তি গড়া হবে। এই মূর্তিই হবে বিশ্বের সবথেকে উঁচু মূর্তি। এরপরেই কংগ্রেস নেতা করণ সিং যোগীকে চিঠি লিখে নিজের প্রস্তাব জানান।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, ভগবান রামের পাশে সীতার মূর্তির কথা বানাতে বলে কৌশলে বিজেপি’র মূর্তি বানানোর পরিকল্পনার মধ্যে ঢুকে পড়লেন করণ সিং। কংগ্রেসও যে এর বিরোধী নয়, সেটা জানানোর জন্যই এই পদক্ষেপ বলে মনে করছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*