অ্যাসবেস্টস মেশানো ট্যালকম পাউডার বিক্রি করে সংবাদ শিরোনামে জনসন অ্যান্ড জনসন

Spread the love

বছরের পর বছর অ্যাসবেস্টস মেশানো ট্যালকম পাউডার বিক্রি করছে বিশ্ববিখ্যাত সংস্থা জনসন অ্যান্ড জনসন। এক সংবাদ সংস্থার রিপোর্টে সম্প্রতি বলা হয়েছে একথা। তারপরে শুক্রবার জনসন অ্যান্ড জনসনের শেয়ারের দর কমে গিয়েছে ১০ শতাংশ।
সাংবাদিকরা জানতে পেরেছেন, সেই ১৯৭১ সালে কোম্পানি পরীক্ষা করে জানতে পারে, পাউডারে অ্যাসবেস্টস রয়েছে। কিন্তু জনসন অ্যান্ড জনসন কোম্পানি সেকথা গোপন করে গিয়েছিল।

কোম্পানির আইনজীবী অবশ্য দাবি করেছেন, তাঁদের পাউডার সম্পূর্ণ নিরাপদ। তাতে অ্যাসবেস্টস নেই। এই খবর প্রচারের পিছনে ষড়যন্ত্র আছে। কিন্তু সাংবাদিকরা ওই কোম্পানির বেশ কিছু গোপন নথিপত্রের সন্ধান পেয়েছেন। সেই নথিগুলি কোর্টকেও দেখানো হয়নি। তাতে দেখা যায়, ১৯৭১ থেকে ২০০০ সালের মধ্যে কোম্পানির পক্ষ থেকে তাদের পাউডার নিয়ে একাধিকবার পরীক্ষা করা হয়। তাতে বেশ কয়েকবার পাউডারে অ্যাসবেস্টস মেলে।

ট্যালকম পাউডার নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্কের মুখে পড়েছে জনসন অ্যান্ড জনসন। ওই কোম্পানির নামে ইতিমধ্যে কয়েক হাজার মামলা হয়েছে। সকলেরই অভিযোগ, ওই কোম্পানির পাউডার ব্যবহার করে ক্যানসার হয়েছে। গত জুলাই মাসে আদালত ওই কোম্পানিকে ৪৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে বলে। মোট ২২ জন মহিলা ক্ষতিপূরণ পেয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, জনসন অ্যান্ড জনসন কোম্পানির ট্যালকম পাউডার ব্যবহার করে তাঁদের জরায়ুর ক্যানসার হয়েছে। কোনও অভিযোগের ভিত্তিতে এই প্রথম কোম্পানিকে এত বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয়েছে।

ট্যাল্ক হল একরকমের খনিজ পদার্থ। তা খুবই নরম। এত নরম আর কোনও খনিজের কথা মানুষের জানা নেই। তা মাটির নীচে থাকে। প্রসাধনী দ্রব্যে, অর্থাৎ পাউডার, মাসকারা, লিপস্টিক ইত্যাদিতে ট্যাল্ক ব্যবহৃত হয়।

অ্যাসবেস্টসও মাটির নীচে থাকে। অনেক সময় মাটির নীচে যেখানে ট্যাল্ক জমা থাকে তার কাছেই থাকে অ্যাসবেস্টসও। ফলে দু’টি মিশে যাওয়ার সম্ভাবনা থাকে।
চিকিৎসকরা বহুদিন ধরেই শিশুদের শরীরে ট্যালকম পাউডার ব্যবহার করতে বারণ করেন। কারণ সেক্ষেত্রে নিঃশ্বাসের মাধ্যমে শিশুর শরীরে অ্যাসবেস্টস ঢোকার সম্ভাবনা থাকে। তাতে শিশুর শ্বাসকষ্ট হতে পারে। আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকস থেকে শিশুদের ওপরে ট্যালকম পাউডার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

চিকিৎসকরা বলেন, শিশুর শরীরে র‍্যাশ আটকাতে ঘন ঘন ডায়াপার বদলাতে হবে। তার সঙ্গে প্রয়োজনে অয়েল বেসড অয়েনমেন্টসও ব্যবহার করা যেতে পারে। কিন্তু ট্যালকম পাউডার কখনই নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*