দু’পক্ষের মধ্যে চলছিল ‘টাগ অফ ওয়ার’। আশেপাশের দর্শকরা উৎসাহ দিচ্ছেন দুই দলের প্রতিযোগীদের। হঠাৎ করেই ছন্দপতন। এক দলে থাকা এক যুবক হঠাৎ মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন। খেলা থামিয়ে সবাই ছুটে এলেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাঁকে। কিন্তু শেষরক্ষা হলো না। ততক্ষণে মৃত্যু হয়েছে তাঁর।
ঘটনাটা ঘটেছে মুম্বইয়ে। মুম্বইয়ের বিদ্যাবিহার এলাকার কে জে সোমাইয়া নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে চলছিল ‘টাগ অফ ওয়ার’। ছাত্র-ছাত্রী মিলিয়েই ছিলেন দুই দলে। আশেপাশের অন্য ছাত্র-ছাত্রীরা তাঁদের উৎসাহ দিচ্ছিলেন। তার মাঝেই ঘটে এই বিপর্যয়। পুলিশ সূত্রে খবর, ২২ বছরের বিপিন ছিলেন এক দিকের দলের সামনে। হঠাৎ করেই মাটিতে মুখ থুবড়ে পড়ে যান তিনি।
সঙ্গে সঙ্গে অন্য ছাত্র-ছাত্রীরা ছুটে আসেন। তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় ঘাটকোপারের রাজাওয়াদি হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ড. দিব্যা ঠাকুর জানিয়েছেন, ” বিপিনকে যখন নিয়ে আসা হয়েছিল, ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে এই মৃত্যু হয়েছে তা বোঝা যাচ্ছে না। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, শরীরে অতিরিক্ত রক্তের চাপের ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। হঠাৎ করে হৃদযন্ত্র বিকল হওয়াতেই এই মৃত্যু বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে। ”
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কে জে সোমাইয়া নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে। তাঁদের বক্তব্য, সবাই মিলে মজা করে টাগ অফ ওয়ার চলছিল। হঠাৎ করে যে বিপিন চলে যাবে, তা তাঁরা ভাবতেও পারছেন না।
Be the first to comment