যুদ্ধ ক্ষেত্রে ভারতীয় সেনায় মহিলা নিয়োগে একাধিক সমস্যা রয়েছে৷ কারণ,মহিলারা অভিযোগ করেছেন, পোশাক ছাড়া বা পরিবর্তনের সময় তাঁদের ঘরে ও টয়লেটে উঁকিঝুঁকি মারছে জওয়ানরা৷ এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত৷
সেনা প্রধান জানাচ্ছেন, এক মহিলা অফিসার সম্প্রতি অভিযোগ করেছেন, মহিলারা কাজ করতে খুবই অস্বস্তি বোধ করছেন৷ কারণ, সেনা জওয়ানরা তাঁদের পোশাক পরিবর্তনের সময় ঘরে উঁকি দিচ্ছে৷ অনেকের শিশু সন্তান সামলানোর সমস্যাও রয়েছে বলে জানিয়েছেন জেনারেল রাওয়াত৷
সেনাপ্রধান জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে সেনায় মহিলা নিয়োগে তিনিই প্রস্তুত ছিলেন৷ কিন্তু সমস্যা হচ্ছে, বেশির ভাগ জওয়ান চাইছে না, মহিলা অফিসার তাদের লিড করুক৷ বিশেষ যে সমস্ত জওয়ানদের বাড়ি গ্রামে৷
একই সঙ্গে গর্ভাবস্থায় ছুটির বিষয়টিও সমস্যা হিসেবে দেখছেন সেনাপ্রধান৷ জেনারেল রাওয়াতের কথায়, ‘কম্যান্ডিং অফিসারকে ৬ মাসের ছুটি দেওয়া যায় না সেনায়৷ ধরুন, একটি কোম্পানিতে একজনই লিডিং অফিসার৷ তিনি মহিলা৷ এ বার কোম্পানিকে কোনও জঙ্গি দমন অভিযান বা অপারেশনে যেতে হবে৷ সে ক্ষেত্রে কম্যান্ডারকেই তো লিড করতে হবে৷’
কিন্তু মহিলারা যুদ্ধ বিমান চালাচ্ছেন? উত্তরে জেনারেল রাওয়াত বলেন, ‘দেখুন, আমি বলছি না, যে মহিলার সন্তান থাকে, তিনি মরেন না৷ যুদ্ধে না-থাকলে, তিনি রাস্তায় দুর্ঘটনাতেও মারা যেতে পারেন৷ কিন্তু যুদ্ধক্ষেত্রে শহিদ সেনার দেহ যখন কফউিনবন্দি হয়ে বাড়ি ফেরে, আমাদের দেশের বেশির ভাগ পরিবারই এখনও ওই দৃশ্য দেখতে প্রস্তুত নয়৷
দ্বিতীয়ত, কোম্পানিতে কম্যান্ডার যদি একজন মহিলা হন, আর বাকি সবাই জওয়ান হন, তা হলে কম্যান্ডার হিসেবে তাঁকে যা যা করার করতে হবে৷ কিন্তু এই যুগেও, আমাদের বেশির ভাগ জওয়ানই মেনে নিতে পারে না, তাকে নির্দেশ দিচ্ছেন একজন মহিলা অফিসার৷ বিশেষ করে, যে সব জওয়ানরা গ্রামগঞ্জ থেকে আসে৷
Be the first to comment