‘যারা আমায় ভোট দিয়েছেন, তাঁদের অসুবিধা নেই। অনেকেই ভুল করে বা অন্যের কথায় কিংবা নিজের ইচ্ছেতেই আমায় ভোট দেননি। তাঁদের যদি না কাঁদিয়ে ছেড়েছি, তাহলে আমার নাম অর্চনা চিত্নিস নয়। তাঁদের পস্তাতেই হবে।’ প্রকাশ্য সভায় এভাবেই ভোটারদের হুমকি দিলেন মধ্যপ্রদেশের বিজেপি নেত্রী অর্চনা।
এবারের বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশের বুরহানপুর থেকে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু নির্দল প্রার্থী ঠাকুর সুরেন্দ্র সিং চৌহানের কাছে ৫,১২০ ভোটে হেরে যান তিনি।
যদিও অনেকেরই বক্তব্য, গত সরকারের নারী ও শিশুকল্যান মন্ত্রী অর্চনা চিত্নিস নির্দল প্রার্থী নয়, নোটার কাছেই হেরে গেছেন। তাঁর নির্বাচনী কেন্দ্রে নোটাতেই ভোট পড়েছে প্রায় ৫,৭০০ ভোট। আর এটাই কোনও ভাবে মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবেই, একজন প্রাক্তন মন্ত্রীর মুখে এধরনের হুমকি শুনে সমালোচনার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়।
Be the first to comment