ফের মহার্ঘ পেট্রোল ৷ মধ্যবিত্তের কপালের ভাঁজ বাড়িয়ে ফের ক্রমশ বেড়ে চলেছে পেট্রোলের দাম ৷ রবিবার দেশজুড়ে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৫ পয়সা করে ৷ অন্যদিকে অবশ্য ডিজেলের দাম কমেছে ৭ পয়সা করে দিল্লিতে ও কলকাতাতে ৷ মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম কমেছে ৮ পয়সা করে ৷
দিল্লিতে দাম বৃদ্ধি হওয়ার পর এক লিটার পেট্রোলের দাম ৭০.৩৪ টাকা হয়েছে ৷ মুম্বইয়ে ৭৫.৯৬, চেন্নাইয়ে ৭২.৯৯ টাকা এবং কলকাতায় ৭২.৪৩ টাকা ৷ অন্যদিকে ডিজেলের দাম কমে হয়েছে ৬৪.৫০ টাকা দিল্লিতে ৷ মুম্বইয়ে ৬৭.৫০ টাকা, চেন্নাইয়ে ৬৮.১০ টাকা এবং ৬৬.২৬ টাকা কলকাতায় ৷
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে পেট্রোল ও ডিজেলের দাম ৷ পাশাপাশি ডলারের তুলনায় টাকা দামের উপরও তেলের দাম নির্ভর করে থাকে ৷ ভারত প্রায় ৮০ শতাংশ তেল ইমপোর্ট করে থাকে ৷
Be the first to comment