কলকাতার ১১৭ নং ওয়ার্ডে চলছে উপনির্বাচন ৷ ২০১৬-এ মারা যান তৃণমূল কাউন্সিলর শৈলেন দাশগুপ্ত ৷ তাঁর মৃত্যুর পর প্রায় ২ বছর থমকে ছিল উপনির্বাচন ৷ অবশেষে সমস্ত সমস্যার সমাধান করতে এবার তৃণমূল প্রার্থী হিসেবে উপনির্বাচনে লড়তে এগিয়ে এলেন অমিত সিং ৷
মেয়র পারিষদ তারক সিংয়ের ছেলে অমিত ৷ পাশের ওয়ার্ডের কাউন্সিলর তারক সিং। ১১৭ নং ওয়ার্ডে কাউন্সিলার না থাকায় বিভিন্ন প্রশাসনিক কাজে বাধ্য হয়েই তাঁর দ্বারস্থ হচ্ছিলেন ১১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । হাসিমুখে তাঁদের পাশে দাঁড়াচ্ছিলেন তারকও ।
অমিত সিংয়ের প্রধান প্রতিপক্ষ সিপিএম প্রার্থী অমিতাভ কর্মকার ৷ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী ৷ আগামী ১৯ জানুয়ারি উপনির্বাচনের ফল ঘোষণা ৷
২০১৬ সালের ৩০ ডিসেম্বর প্রয়াত হন কাউন্সিলর শৈলেন দাশগুপ্ত ।তারপর আর নির্বাচন হয়নি ১১৭ নম্বর ওয়ার্ডে। যার জেরে পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন এলাকাবাসী ৷ এখানে-ওখানে জমে রয়েছে আবর্জনার স্তূপ । তালাবন্ধ ওয়ার্ড অফিস । পানীয় জল সরবরাহ নিয়েও রয়েছে নানা অভিযোগ । কিন্তু সেসব জানাবেন কাকে ? কাউন্সিলরই তো নেই। এমনকী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের সুফল পেতেও বিস্তর কাঠখড় পোড়াতে হচ্ছে । সমস্যা হচ্ছে মৃতদেহ সৎকারেও ৷ এমন অভিযোগও একাধিকবার জানিয়েছেন এলাকাবাসীরা ৷ অবশেষে প্রায় দু’বছরের মাথায় সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে।
Be the first to comment