হেরিটেজ ট্রেন দেখতে মেদিনীপুর স্টেশনে ভিড় ৷ পর্যটন ব্যাবস্থায় সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য এক ভিন্ন ধরনের পদক্ষেপ নিল ভারতীয় রেল।
পুরনো ব্যবস্থাকে আবার পর্যটকদের সামনে হাজির করানোর উদ্যোগ নেওয়া নিয়েছে ভারতীয় রেল। বেশ কয়েকবছর আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছে বাষ্প চালিত রেলইঞ্জিন। এবার সেই বাষ্পচালিত রেলইঞ্জিন নতুন করে সাধারণ মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে। শনিবার খড়গপুর থেকে মেদিনীপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই বাষ্পচালিত রেল ইঞ্জিন চালানো হয়েছে। আপাতত তিনটি বগি রয়েছে ট্রেনটিতে। সব ঠিকঠাক থাকলে ট্রেনটি খড়গপুর থেকে বিষ্ণুপুর পর্যন্ত চালানো হবে।
রেলের এক আধিকারিক জানান, এই ট্রেনটি পর্যটকদের কাছে নিঃসন্দেহে আকর্ষণীয় হয়ে উঠবে। এদিন ট্রেনটি মেদিনীপুরে এলে উৎসুক সাধারণ মানুষ ট্রেনটি দেখতে ভিড় জমান ৷সঙ্গে তোলেন দেদার সেলফি।
Be the first to comment