সোমবারই বঙ্গোপসাগরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘ফেতাই’। যার বড়সড় প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, সোম -মঙ্গল টানা দুই দিন উত্তর ও দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভরা শীতে আচমকাই অতি ভারী বৃষ্টির মুখে বাংলা। যার পূর্বাভাস মিলেছে রবিবার সকাল থেকেই ।
ইতিমধ্যেই নিম্নচাপের ফলে বেড়েছে তাপামাত্রা। রবিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৯.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সকাল থেকেই মেঘলা আকাশ। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিও হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, ফেতাই ধেয়ে আসার কারণেই বদলেছে শীতের হাওয়া। মাঝ ডিসেম্বরে নেই রোদে মাখা ঠাণ্ডা হাওয়া। বৃষ্টির পূর্বাভাস দিয়েই সারাটাদিন থাকছে মেঘলা আবহাওয়া।
এক দিন আগেই ‘ফেতাই’ সতর্কতা জারি হয়েছে অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলে। ‘গজ’ -র রেশ কাটতে না কাটতেই আরও একটি ঘূর্ণিঝড়ের মুখে দুই রাজ্য। ১০০-১৫০কিমি বেগে ধেয়ে আসছে ফেতাই। মৌসম ভবন সূত্রে খবর, বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্বে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। যা ঘূর্ণিঝড় ফেতাইয়ে পরিণত হয়েছে। সমুদ্রে কয়েক মিনিটের তাণ্ডব চালিয়ে উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়বে ফেতাই। অন্ধ্র ও তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল ইতিমধ্যেই খালি করা হয়েছে।
ফেতাইয়ের কারণে রবিবার থেকেই উত্তাল দিঘার সমুদ্র। সোমবার যা আরও ভয়ঙ্কর রূপ নেবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেখানেও জারি হয়েছে সতর্কতা।সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও চলবে ভারী বৃষ্টি। প্রভাব থাকবে উত্তরঙ্গেও।
সোম-মঙ্গল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার ফের শীত ফিরতে পারে রাজ্যে। আপাতত ভারী বৃষ্টি দিয়ে সপ্তাহ শুরু হবে রাজ্যবাসীর।
Be the first to comment