ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভূপেশ বাঘেল, সোমবার শপথগ্রহণ

Spread the love

শেষ হল পাঁচদিনের টানোপোড়েন। ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভূপেশ বাঘেল। বাঘেল ছাড়া মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আরও তিন জন ছিলেন। তাঁরা হলেন টিএস সিং দেও, তাম্রারাজ শাহু এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চরণদাস মোহান্ত।

রবিবার দীর্ঘ আলোচনার পর রাহুল গান্ধি প্রদেশ কংগ্রেস সভাপতিকেই মুখ্যমন্ত্রী বেছে নেন। রায়পুরে কংগ্রেস সমর্থকদের মিটিংয়ের পর এই ঘোষণা করা হয়। এরা আগে চার দাবিদারকেই পাসে নিয়ে ছবি পোস্ট করেন রাহুল গান্ধি। শুরু থেকেই পাল্লাভারী ছিল বাঘেলের দিকে। ছবি পোস্টের পর থেকেই টানাপোড়েন অবসানের জল্পনা শুরু হয়।

শেষে প্রত্যাশিতভাবেই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ভূপেশ বাঘেলের নাম ঘোষণা করা হয়। এর ফলে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের তিন মুখ্যমন্ত্রীর নামই চূড়ান্ত হয়ে গেল। তিন জনই সোমবার পর পর শপথ নেবেন বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*