ইতিহাস সৃষ্টি করলেন সিন্ধু

Spread the love

ইতিহাস গড়লেন ভারতের পি.ভি.সিন্ধু ৷ জাপানের নজুমি অকুহারাকে হারিয়ে প্রথমবার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেতাব জিতলেন ভারতের নম্বর ওয়ান মহিলা ব্যাডমিন্টন তারকা ৷ রবিবার ফাইলানে জাপানি প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট গেমে (২১-১৯, ২১-১৭) উড়িয়ে সোনা জিতে নেন সিন্ধু ৷ প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে এই খেতাব জিতলেন হায়দ্রাবাদি।

এদিন ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হন জাপানি খেলোয়াড় ৷ বিশ্বের ছ’নম্বর মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় সিন্ধু শনিবার সেমিফাইনালে থাইল্যান্ডের রতচানক ইন্তাননকে হারিয়ে ফাইনালে ওঠার পর প্রত্যাশা জাগিয়েছিলেন ৷ রবিবার অকুহারাকে হারিয়ে ভারতের মুখ উজ্জ্বল করেন বছর ২৩-এর হায়দ্রাবাদি কন্যা ৷

রবিবার সোনা জিতে ইতিহাস সৃষ্টির পাশাপাশি কেরিয়ারে ৩০০ ম্যাচ জয়ের মাইলস্টোনে পৌঁছন সিন্ধু ৷ দু’টি গেমেই অকুহারার বিরুদ্ধে তিনবার ম্যাচ পয়েন্ট পান ভারতীয় খেলোয়াড় ৷ দু’বার জাপানি খেলোয়াড় সিন্ধুকে আটকে রাখলেও তৃতীয়বার তা সম্ভব হয়নি। স্ট্রেট গেমে ম্যাচ জিতে ইতিহাসে নাম লেখান ভারতীয় তারকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*