চা বাগানে ধরা পড়লো এক পূর্ণবয়স্ক চিতা বাঘ

Spread the love

রবিবার সকালে, মাদারিহাটের ধুমচিপাড়া চা বাগানে ধরা পড়ল এক পূর্ণবয়স্ক চিতা বাঘ! বেশ কয়েক দিন ধরেই বন দফতরের তরফে খাঁচা পাতা হচ্ছিল তাকে ধরার জন্য। অবশেষে এ দিন সকালে বাগানের ১২ নম্বর সেকশনে ধরা পড়ল সে।

রবিবার সকালে এক বাগান-শ্রমিক বন দফতরের পাতা খাঁচার ভিতরে গর্জন শুনতে পান। তিনি কাছে গিয়ে দেখেন, চিতা বাঘটি ধরা পড়েছে। গত ১২ ডিসেম্বর বাগানের শ্রমিকবস্তিতে ঢুকে পাঁচ বছরের একটি শিশুকে তুলে নিয়ে গিয়েছিল চিতা বাঘ। তার আগে এই বাগানেই বাবার স্কুটার থেকে আরও একটি শিশুকে টেনে নিয়ে গিয়েছিল সে।
এ সবের পরে বাধ্য হয়েই খাঁচা পেতেছিল বন দফতর। অবশেষে ধরা পড়ল চিতা বাঘ।

তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাগানের আতঙ্ক হয়ে ওঠা সেই চিতা বাঘটিই ধরা পড়েছে খাঁচায়। মাদারিহাট বন দফতরের রেঞ্জার খগেশ্বর কাজী জানান, চিতা বাঘটি উদ্ধার করে দক্ষিণ খয়েরবাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*