ন্যূনতম পাঁচ টাকা ভাড়ায় ট্রেনে চেপে ঘুরে আসা যাবে কুম্ভমেলা, ঘোষণা ভারতীয় রেলের

Spread the love

কুম্ভমেলা উপলক্ষ্যে এ বার তীর্থযাত্রীদের জন্য নতুন চমক নিয়ে আসছে ভারতীয় রেল। ন্যূনতম পাঁচ টাকা ভাড়ায় ট্রেনে চেপে ঘুরে আসা যাবে কুম্ভমেলা। চলবে ৮০০ স্পেশাল ট্রেনও। রয়েছে আরও একগুচ্ছ ছাড়। আরও বেশি যাত্রী টানতে এই বিশেষ সুবিধার কথা টুইট করে জানিয়েছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল।

২০১৯-এ জানুয়ারি ১৫ থেকে মার্চ ৪ পর্যন্ত চলবে কুম্ভমেলা। মেলা উপলক্ষ্যে প্রয়াগে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রেলমন্ত্রীর কথায়, কুম্ভমেলা উপলক্ষ্যে দেশ-বিদেশ থেকে লক্ষাধিক মানুষ এলাহাবাদে ভিড় জমান। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই সারচার্জ ছাড় দিতে চলেছে রেল। তাতে আরও বেশি সংখ্যক যাত্রী টানা যাবে বলেই জানিয়েছেন তিনি।

কী কী ছাড় রয়েছে? টুইটারে রেলমন্ত্রী লিখেছেন, কুম্ভমেলায় যেতে বিভিন্ন দূরপাল্লার ট্রেনের সবচেয়ে কম ভাড়া হবে ৫ টাকা। মেল এবং এক্সপ্রেস ট্রেনের স্লিপার কোচের ভাড়া ন্যূনতম ১০ টাকা, এসি চেয়ারকার এবং এসি থার্ড ক্লাসের টিকিট শুরু হবে ২০ টাকা থেকে। এসি টু-টিয়ার এবং এসি ফার্স্ট ক্লাসের টিকিট শুরু হবে যথাক্রমে ৩০ ও ৪০ টাকা থেকে।

যাত্রীভাড়ায় ছাড়ের পাশাপাশি প্রতিবছরের মতোই যাত্রীচাপ কমাতে স্পেশাল ট্রেন চালুর ঘোষণাও করেছে রেল। সেন্ট্রাল রেলওয়ের (এনসিআর) মুখপাত্র অমিত মালব্য জানিয়েছেন, দেশের বিভিন্ন জায়গায় থেকে ৬টি স্পেশাল ট্রেন চলবে কুম্ভমেলা পর্যন্ত। তা ছাড়া, এলাহাবাদের নানা জায়গা থেকে কুম্ভমেলা পর্যন্ত চালু হবে ৮০০ স্পেশাল ট্রেনও। ৫,০০০ প্রবাসী ভারতীয়কে আনার জন্য নয়াদিল্লি এবং ইলাহাবাদের মধ্যে ৫টি স্পেশ্যাল ট্রেন চালানো হবে বলে রেল সূত্রে খবর।

অতিরিক্ত ট্রেনের পাশাপাশি, ট্রেনের চাকচিক্যেও হবে বদল। রেল জানিয়েছে, মোট ১ হাজার ৪০০ কামরা সাজিয়ে তোলা হবে কুম্ভমেলা সংক্রান্ত বিভিন্ন ছবি এবং লেখায়। যাত্রী সুবিধার পাশাপাশি, পর্যটনেও যোগ হবে নতুন পালক।

এলাহাবাদ জংশনে প্রায় দশ হাজার তীর্থযাত্রীর থাকার সুবিধার জন্য তৈরি হয়েছে বাড়ি, সেখানে সিসিটিভি ক্যামেরা, মহিলা এবং পুরুষদের জন্য আলাদা শৌচালয়, এলসিডি টিভি, টিকিট কাউন্টার, জলের বুথ থেকে শুরু করে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থাই থাকছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*