ক্রমশ দুর্বল হচ্ছে ‘ফেতাই’, আজ সারাদিন চলবে বৃষ্টি

Spread the love

সোমবার থেকেই আকাশের মুখ ভার। দিনভর ঝিরঝিরে বৃষ্টি। মঙ্গলবারও আকাশ কালো। সঙ্গে একঘেয়ে বৃষ্টি। তবে হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণিঝড় ‘ফেতাই’ ক্রমশ দুর্বল হতে থাকবে। তার জেরে কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বৃষ্টিপাত বেশি হতে পারে।

মঙ্গলবার বিকেলের পর থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে । বুধবার থেকে নামতে শুরু করবে তাপমাত্রা। বড়দিনের ফেতাই সোমবার দুপুরে আছড়ে পড়ে অন্ধ্র উপকূলে। তার প্রভাবে বৃষ্টি শুরু হয় কলকাতা ও আশপাশের এলাকায়। সন্ধ্যার পর থেকেই কনকনে ঠান্ডা পড়েছে কলকাতায়। অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। এখনও অনেক কৃষক ধান কেটে ঘরে তুলতে পারেননি। ক্ষতি হচ্ছে সরষে এবং শীতকালীন সবজি চাষের ক্ষেত্রেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*