অনান্য দলের চাইতে কিছুটা হলেও আয় বাড়লো সিপিএমেরই

Spread the love

মোটের ওপর সব রাজনৈতিক দলেরই আয় গত বছরে কমছে। ২০১৭-২০১৮ সালের ৩০ অক্টোবর পর্যন্ত দলগুলির আয়কর রিটার্নের ভিত্তিতে দেখা যাচ্ছে, একমাত্র সিপিএমেরই আয় বেড়েছে।

১৭ ডিসেম্বর পর্যন্ত কংগ্রেস তাদের হিসেব দাখিল করেনি। আয় সবথেকে বেশি কমেছে বহুজন সমাজ পার্টির। ১৭৩ কোটি ৫৮ লাখ থেকে কমে তাদের আয় দাঁড়িয়েছে ৫১ কোটি ৬৯ লাখ টাকা। অর্ধেকেরও বেশি আয় কমে গিয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির। ১৭ কোটি থেকে ৮ কোটি ১৫ লাখ। সামান্য কমেছে বিজেপিরও। ১০৩৪ কোটি থেকে ১০২৭ কোটি।

যে ছটি পার্টি তাদের হিসেব জমা দিয়েছে তাদের মোট আয় ১১৯৮ কোটি ৭৬ লাখ টাকা। একা বিজেপিরই আয় এর মধ্যে ৮৬%। তারা জানিয়েছে, তাদের আয়ের মধ্যে ৭৪% তারা খরচ করেছে। বহুজন সমাজ পার্টি খরচ করেছে ২৯%। আয়ের থেকে বেশি খরচ করেছে এনসিপি, ৮ কোটি ৮৪ লাখ টাকা। দলগুলির মোট আয়ের ৮৬% এসেছে স্বেচ্ছাদানে।

“অন্য অনুদানে” এসেছে ৭১৪ কোটি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্মসের তথ্য বিশ্লেষণ জানাচ্ছে, বিজেপির ২১০ কোটি এসেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*