এবছরের আইপিএল নিলামে ৩৫০ জন ক্রিকেটারকে তোলা হবে। তার মধ্যে ২২৮ জন ভারতীয়। এবারের নিলাম হচ্ছে জয়পুরে। ক্রিকেটারদের ব্যাটসম্যান, বোলার ও অল রাউন্ডার, এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
গোড়ায় নিলামে নাম লিখিয়েছিলেন ১০০৩ জন। নিলামে অংশ নিচ্ছে আটটি ফ্র্যাঞ্চাইজি। প্রথম সারির নয় ক্রিকেটারের জন্য সর্বোচ্চ ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ কোটি। তার মধ্যে ভারতের কোনও খেলোয়াড় নেই। এবার নিলামদারও পাল্টে গিয়েছে।
রিচার্ড ম্যাডলির জায়গায় এসেছেন হিউ এডমিডস। কিংস ইলেভেন পাঞ্জাবের হাতে রয়েছে ৩৬ কোটি ২০ লাখ টাকা। দিল্লি ক্যাপিটালসের ২৫ কোটি ৫০ লাখ, রাজস্থান রয়্যালসের হাতে ২০ কোটি ৯৫ লাখ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে ১৮ কোটি ১৫ লাখ, কলকাতা নাইট রাইডার্সের হাতে ১৫ কোটি ২০ লাখ, মুম্বই ইন্ডিয়ানসের ১১ কোটি ১৫ লাখ, সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে ৯ কোটি ৭০ লাখ এবং চেন্নাই সুপার কিংসের হাতে রয়েছে ৮ কোটি ৪০ লাখ টাকা।
Be the first to comment