আবারও রাজ্য মন্ত্রীসভায় রদবদল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

তৃণমূলে শীর্ষ স্তরে অনেকেরই ধারণা ছিল লোকসভা ভোটের আগে মন্ত্রিসভায় সম্ভবত আর কোনও রদবদল করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলের নেতাদেরই চমকে দিলেন দিদি! মঙ্গলবার দুপুরে নবান্নে তাঁর সচিবালয়ের কর্তাদের ডেকে জানিয়ে দিলেন, রাজভবনে বার্তা পাঠান, বৃহস্পতিবার ভালো সময় দেখে মন্ত্রিসভায় রদবদল করব।

তবে এ বার আর শুধু দায়িত্বের বা দফতরের অদলবদল হচ্ছে না। তৃণমূলের সংগঠন থেকে সরকার তথা মন্ত্রিসভায় আনা হতে পারে নতুন তিন থেকে চার নেতাকে। হিসেব অনুযায়ী রাজ্য মন্ত্রিসভায় সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী থাকতে পারে। কিন্তু ২০১৬ সালে শপথ নেওয়ার সময় মুখ্যমন্ত্রী-সহ মোট ৪৩ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। পরে উজ্জ্বল বিশ্বাসকে মন্ত্রিসভায় নেন মমতা। কিন্তু তার পরে আবার পঞ্চায়েত ভোটের পর জেমস কুজুর ও চূড়ামণি মাহাতোকে মন্ত্রিসভা থেকে অপসারণও করেন তিনি। কারণ, তাঁদের কাজে একেবারেই সন্তুষ্ট ছিলেন না দিদি। পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণে অবনী জোয়ারদারকে মন্ত্রিসভার দায়িত্ব থেকে অব্যহতি দেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি আবার দমকল ও আবাসন দফতরের দায়িত্ব থেকে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়। ফলে মন্ত্রিসভায় এখন চারটি শূন্য পদ রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, এখনই নতুনদের মন্ত্রিসভায় না এনে পুরনোদের উপর বাড়তি দায়িত্ব দিয়ে কাজ চালাতে চেয়েছিলেন মমতা। যেমন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের অধীনে বর্তমানে পুর ও নগরোন্নয়ন দফতর ছাড়াও দমকল ও আবাসন দফতর রয়েছে। আবার মলয় ঘটকের দায়িত্বে রয়েছে শ্রম, জনস্বাস্থ্য কারিগরী এবং আইন দফতর। কিন্তু তাতে ওঁদের উপর প্রচণ্ড চাপ পড়ছিল। কারণ মন্ত্রিসভার পাশাপাশি তাঁদের সাংগঠনিক দায়িত্বও রয়েছে। তাই এ বার তিন থেকে চার জন নতুন মুখ এনে কাজের সুষম বণ্টন করতে চাইছেন মমতা। 

তবে জানা যাচ্ছে,  মন্ত্রিসভায় শপথ নিতে পারেন বিধাননগরের বিধায়ক সুজিত বসু, বাঁকুড়ার তালড্যাংরার বিধায়ক সমীর চক্রবর্তী, করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্র। তা ছাড়া পশ্চিমাঞ্চল তথা ঝাড়গ্রাম, পুরুলিয়া বা পশ্চিম মেদিনীপুর থেকে মন্ত্রিসভায় নতুন একটি মুখ আসার সম্ভাবনা আছে।

অন্যদিকে নবান্নের একটি সূত্রের দাবি, শুধু নতুন মুখ আনাই নয়, পারফরমেন্সের ভিত্তিতে মন্ত্রিসভা থেকে এক-দু’জনকে অপসারণ করতে পারেন মমতা। কয়েক জনের দায়িত্ব কমানো হতে পারে, একই ভাবে দায়িত্ব বাড়তে পারে রাজীব চক্রবর্তী এবং চন্দ্রিমা ভট্টাচার্যের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*