জয়পুরে বসেছিলো নিলামের আসর ৷ আর সেখানেই ফের একবার নিজের নিজের দল গুছিয়ে নিল সবকটি দল ৷ সবচেয়ে দামি দুই ক্রিকেটার জয়দেব উনাদকাট ও তরুণ বরুণ চক্রবর্তী ৷ এরা বিক্রি হলেন ৮.৪ কোটি টাকায় ৷
এরপর সবচেয়ে দামি ক্রিকেটার ইংল্যান্ডের স্যাম কুরান ৷ কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে কিনল ৭.২ কোটি টাকায় ৷ দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামকে ৬.৪ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।
৫ কোটি টাকা দর পেয়েছেন তিন ক্রিকেটার ৷ তাঁরা হলেন চেন্নাই সুপার কিংসের মোহিত শর্মা, রাজস্থান রয়্যালসের শিভম দুবে, কেকেআরের কার্লোস ব্র্যাথওয়েট পেলেন একই টাকা ৷
Be the first to comment