কাল দুপুরে রাজভবনে শপথগ্রহণ করবেন রাজ্যের নতুন মন্ত্রীরা; জানুন বিস্তারিত!

Spread the love

বড়সড় রদবদল হতে চলেছে রাজ্য মন্ত্রীসভায়। আসছে চার নতুন মুখ। বিধাননগর পশ্চিমের বিধায়ক সুজিত বসু, বরাহনগরের বিধায়ক তাপস রায়, উত্তর উলুবেড়িয়ার বিধায়ক ডঃ নির্মল মাঝি এবং চাকদহের বিধায়ক রত্না কর ঘোষ। বেশ কিছুদিন ধরেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল নিয়ে জল্পনা চলছিল। মঙ্গলবার, সন্ধেয় তালিকা চূড়ান্ত হয়। বুধবারই, নতুন মন্ত্রীদের নামের তালিকা নবান্ন থেকে রাজভবনে পৌঁছেছে। শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পরে খালি হয়েছে বেশ কয়েকটি দফতর।

সূত্রের খবর, শোভনের ছেড়ে যাওয়া দমকল দফতর যেতে পারে সুজিত বসুর হাতে। এ আগেও যখন মন্ত্রিসভায় রদবদলের জল্পনা শুরু হয়, তখন উঠে আসে সুজিত বসুর নাম। কিন্তু বারবারই খালি হাতে ফিরতে হয়েছে তৃণমূলের এই দক্ষ সংগঠককে। তবে এতদিনে সুজিত বসু তাঁর কাজের পুরস্কার পেলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি, ডাঃ নির্মল মাজি স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী হতে পারেন। এই তালিকায় তুলনামূলকভাবে কম পরিচিত রত্না ঘোষের নাম। বৃহস্পতিবার, রাজভবনে বেলা দেড়টা নাগাদ শপথ নেবেন চার মন্ত্রী।

আর সেই মতোই বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটে রাজভবনে হবে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*