প্রত্যেক ভারতীয় নাগরিকের অ্যাকাউন্টে ঢুকবে ১৫ লক্ষ টাকাঃ রামদাস আঠওয়ালে

Minister of State for Social Justice and Empowerment Ramdas Athawale talking with media during Meet the Press at Chandigarh Press Club in Sector 27 of Chandigarh on Sunday, September 10 2017. Express photo by Jasbir Malhi *** Local Caption *** Minister of State for Social Justice and Empowerment Ramdas Athawale talking with media during Meet the Press at Chandigarh Press Club in Sector 27 of Chandigarh on Sunday, September 10 2017. Express photo by Jasbir Malhi
Spread the love

প্রত্যেক ভারতীয়র জন্যই সুখবর। প্রত্যেকেই পাবেন ১৫ লক্ষ টাকা। আরও পরিষ্কারভাবে বলা যায়, প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টেই ঢুকবে সেই ১৫ লক্ষ টাকা। তবে একটু সময় লাগবে। আশ্বাসবাণী শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে।

এমনিতেই বিদেশ থেকে কালো টাকা উদ্ধার, অ্যাকাউন্টে প্রতি ১৫ লাখ টাকার প্রতিশ্রুতি নিয়ে প্রায়ই বিড়ম্বনায় পড়তে হচ্ছে বিজেপি সরকারকে। বিষয়টিকে নির্বাচনী ‘জুমলা’ বলে জোর সমালোচনা করতে ছাড়ছে না বিরোধীরাও। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যকে নতুন করে ‘রাজনৈতিক ব্লান্ডার’ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এনডিটিভি সূত্রে জানা গেছে, আঠওয়ালে সাংবাদিকদের জানান, একটু সময় লাগবে। কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টেই ঢুকবে মোদির প্রতিশ্রুতির ১৫ লক্ষ টাকা। তবে একবারে নয়, ধীরে ধীরে। কেননা সরকারের কাছে এত টাকা নেই। রিজার্ভ ব্যাঙ্কের কাছে টাকা চাওয়া হয়েছিল। কিন্তু শীর্ষ ব্যাঙ্ক দেয়নি। তাই এত বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করা যায়নি।

সোমবার মহারাষ্ট্রের একদল সাংবাদিককে এমনটাই জানান তিনি। ইতিমধ্যেই মন্ত্রীর বক্তব্য ঘিরে প্রবল বিতর্ক শুরু হয়ে গেছে সোশাল মিডিয়াতেও। অনেকের দাবি, মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যেই সমস্ত কালো টাকা দেশে ফিরিয়ে আনবেন। তাহলে, এখন রিজার্ভ ব্যাঙ্কের কাছে চাইতে হবে কেন? দ্বিতীয়ত, রিজার্ভ ব্যাঙ্কের টাকা চেয়েছিল সরকার। গভর্নর উর্জিত প্যাটেলের সঙ্গে ঝামেলা আরও একটি কারণ ছিল এটি। তখন সরকারের তরফ জানানো হয়, ওই টাকায় হাত দেওয়ার কোনও পরিকল্পনাই নেই। তাহলে কী সেই অভিযোগই সত্যি? সেসবের কোনও সদুত্তর পাওয়া যায়নি।

তবে সমাজিক ন্যায় মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আরও দাবি করেন, কয়েকটি রাজ্যের বিধানসভায় কংগ্রেস কয়েকটি রাজ্যে জিতেছে। তবে, লোকসভায় ফের বিজেপিই ক্ষমতায় আসবে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*