বুলন্দশহরের পুলিশ অফিসার খুনের জের, আমলাদের ক্ষোভের মুখে যোগী আদিত্যনাথ

Spread the love

বুলন্দশহরের পুলিশ অফিসার সুবোধ সিংয়ের খুনের জের। নজিরবিহীন ভাবে প্রাক্তন আমলাদের ক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। প্রায় ৮৩ জন প্রাক্তন আমলা এবার সরাসরি খোলা চিঠি লিখে আদিত্যনাথের পদত্যাগ দাবি করলেন তাঁরা। তাঁদের অভিযোগ, গোটা ঘটনাতেই সাম্প্রদায়িক উস্কানির প্রমাণ পরিষ্কার।

অথচ, মুখ্যমন্ত্রীর দাবি এটা কোনও গণপিটুনিতে হত্যার ঘটনা নয়। রাজ্য সরকারের নজর আসল অপরাধীদের চেয়ে গোহত্যাকারীদের দিকেই বেশি। সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশ দাবি করে, লাইসেন্স করা বন্দুক দিয়ে গোহত্যা করা হয়েছিল। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে লাইসেন্স করা বন্দুক, ছুরি ও জিপসি গাড়ি উদ্ধার করা হয়েছে।

তাঁদের আরও দাবি, অভিযুক্তরা এর আগেও আরও চারটি গোহত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু প্রাক্তন আমালাদের দাবি, একজন কর্তব্যনিষ্ঠ পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। অপরাধীদের উদ্দেশ্যই ছিল সম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো। কিন্তু, সরকার পুরোপুরি সেই বিষয়টি উপেক্ষা করছে। গোহত্যাকারীদের নিয়েই তৎপরতা বেশি। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিজের উচিত পদত্যাগ করা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*