বুধবার থেকে রাষ্ট্রপতি শাসন জারি হল জম্মু ও কাশ্মীরে। যেহেতু রাজ্যপালের শাসনের অবসান হয়েছে। তাই রাজ্যপাল সত্যপাল মালিকের পাঠানো প্রস্তাবেই সম্মতি দিল কেন্দ্র। সেই অনুযায়ী, বুধবার রাষ্ট্রপতি ভবন থেকে একটি নির্দেশকা প্রকাশ করা হয়। যেখানে বলা হয় ৬ মাসের জন্য রাজ্যের সমস্ত প্রশাসনিক কার্যক্রম পার্লামেন্টের অধীনে পরিচালিত হবে। এই ছ’মাসের মধ্যে যদি নির্বাচন না হয় উপত্যকায় ৷ তাহলে ফের পরবর্তী ৬ মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে উপত্যকায় ৷
প্রসঙ্গত, গত জুনে বিজেপি-পিডিপি জোটে ভাঙন ধরে। বেরিয়ে আসে বিজেপি। সংখ্যা গরিষ্ঠতার অভাবে ভেঙে যায় জোট সরকার। কাঠুয়া গণধর্ষণ, রমজান মাসে জঙ্গি দমন অভিযান প্রভৃতিকে কেন্দ্র করেই বিজেপি পিডিপির মধ্য তিক্ততা চরমে পৌঁছায়। শুরু হয় রাজ্যপালের শাসন। এবারে যেহেতু রাজপালের শাসনের মেয়াদও শেষ, তাই কার্যকরী হল রাষ্ট্রপতি শাসন।
Be the first to comment