”পুলিশের গায়ে হাত দিলেন কেন, বলেই আমার গালে সপাটে এক চড় ”, পার্ক স্ট্রিটে এক পুলিশকর্মীর বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন এক মহিলা। শুধু চড় মারা নয় ওই পুলিশকর্মী তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন বলেও অভিযোগ মহিলার।
পার্ক স্ট্রিটের একটি বেসরকারি সংস্থার ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন ওই মহিলা। বুধবার সন্ধেয় অফিস থেকে বাড়ি ফেরার পথে তাঁর সঙ্গে এক পুলিশ কর্মী এমন অভব্য আচরণ করেছেন বলে লালবাজার থানায় এফআইআর করেছেন তিনি।
মহিলার অভিযোগ, অফিস থেকে বেরিয়ে একটি উবের বুক করেছিলেন তিনি ও তাঁর এক সহকর্মী। গাড়িটি রাসেল স্ট্রিটের দিক থেকে আসছিল বলে তাঁরা দু’জনেই অলি পাবের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন। গাড়িটি দেখেই হাত দেখান। ওই এলাকায় সেই সময় ট্রাফিক সামলাচ্ছিলেন অভিযুক্ত পুলিশকর্মী। উবেরটিকে থামতে দেখেই তিনি লাঠি উঁচিয়ে তেড়ে আসেন। গাড়িটিকে দ্রুত চলে যেতে নির্দেশ দেন। তখনই বাধা দেন তিনি ও তাঁর সহকর্মী।
মহিলার কথায়, “আমি ওই পুলিশ কর্মীকে বলি যে গাড়িটা আমরাই বুক করেছি। কিন্তু সে কথায় তিনি কানই দিচ্ছিলেন না। তখন তাঁর কাঁধে আলতো ভাবে টোকা দিয়ে বলি এমন করবেন না। তাতেই রেগে গিয়ে আমার গালে সপাটে এক চড় মারেন। সেই সঙ্গে গালিগালাজ।” কটূ কথা বলা হয় মহিলার সহকর্মীকেও। ”চড় খাওয়ার পর মুহূর্তের জন্য চোথে অন্ধকার দেখছিলাম। অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার সহকর্মীই একটি গাড়ি ডেকে আমাকে থানায় নিয়ে যান ”, দাবি নির্যাতিতার।
পুলিশ জানিয়েছে, রাস্তার মাঝে ওই মহিলাকে চড় মারতে দেখেছেন অনেকেই। ঘটনার প্রত্যক্ষদর্শী রয়েছে। তাঁদের মধ্যে একজন বলেছেন, “আমি দেখেছি রাস্তার মাঝে এক পুলিশ অফিসার এক মহিলাকে চড় মারলেন। প্রথমে ভেবেছিলাম ভুলবশত হযে গেছে, অফিসার হয়তো ক্ষমা চাইবেন। কিন্তু পরক্ষণেই দেখলাম অফিসার গলা চড়িয়ে পাল্টা মহিলাকেই দোষারোপ করে বলছেন পুলিশের গায়ে হাত দিয়ে তিনি ঠিক করেননি। মহিলা খুবই আতঙ্কিত ছিলেন। ”
লালাবাজার থানায় ঘটনার কথা বিস্তারিত জনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ও তাঁর সহকর্মী। ডেপুটি কমিশনার (দক্ষিণ) মীরাজ খালিদের কথায়, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ওই পুলিশের নাম বলতে পারেননি মহিলা, তবে তাঁর কিছু ছবি তুলে নিয়েছিলেন তাঁরা। সেই ছবি দেখেই অভিযুক্তকে শনাক্ত করা হবে বলে জানিযেছেন তিনি।
Be the first to comment