পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র শিল্প দপ্তরের আয়োজিত রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন হল ১৮ই নভেম্বর, শনিবার। চলবে ১০ই ডিসেম্বর পর্যন্ত। নিউটাউনে ইকো পার্কের ১ নম্বর গেটের কাছে আয়োজিত হচ্ছে এই মেলা। প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।
বাংলার হস্তশিল্প দেশে, বিদেশে জনপ্রিয়। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের হস্তশিল্পকে বিশ্বর দরবারে তুলে ধরতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরী করেছেন বিশ্ব বাংলা ব্র্যান্ড। ইউনেস্কোর সহযোগীতায় গঠিত হয়েছে শিল্পগ্রাম, যা আদতে গ্রামীণ হস্তশিল্পের হাব।
এই হস্তশিল্পের মেলায় রাজ্যের রাজ্যের সেরা হস্তশিল্পের সম্ভার নিয়ে সমস্ত জেলা থেকে আসবেন শিল্পীরা।
Be the first to comment