শনিবার বিজেপিকে একহাত নিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। এদিন, বিজেপির কাছে জানতে তিনি চাইলেন, আপনারা আর কটুকরো করবেন ভারতকে?
প্রসঙ্গত, শুক্রবার রায়বরেলির বিজেপি প্রার্থী শশী শ্রীবাস্তবের হয়ে প্রচার করতে যান তাঁর স্বামী রজনীত কুমার শ্রীবাস্তব (উত্তরপ্রদেশের বিজেপি কাউন্সিলর)। আর প্রচারে গিয়ে উত্তরপ্রদেশের বিজেপি কাউন্সিলর মুসলিমদের উদ্দেশ্য করে বলেন, ‘বিজেপিকে ভোট দিলে শান্তিতে থাকবেন, নয়তো তার ফল টের পাবেন’। আর এই বক্তব্যের প্রসঙ্গ টেনেই শনিবার বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফারুক আবদুল্লা এদিন বলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতারা মুসলিমদের ভয় দেখাচ্ছেন। বিজেপিকে ভোট না দিলে ফল দেখিয়ে দেব বলেও হুমকি দিচ্ছেন। ভারত হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টান, সবার দেশ। তাদের যাকে খুশি ভোট দেওয়ার অধিকার আছে। ভোট দিতে কাউকে বাধ্য করা যায় না বলেও কেন্দ্রের শাসক দলকে মনে করিয়ে দেন তিনি। শনিবার ফারুক আরও বলেন, আপনারা একটা পাকিস্তান বানিয়েছেন। আর কতগুলি পাকিস্তান বানাবেন? ভারতকে আর কটা টুকরো করবেন?
Be the first to comment