ক্রিস্টমাসের মুখে আমেরিকার হাজার হাজার সরকারি কর্মী ছাঁটাই কিংবা বেতন বন্ধের মুখে পড়েছেন। শনিবার সকাল থেকেই আমেরিকায় বহু গুরুত্বপূর্ণ দফতরের কাজ বন্ধ হয়ে গিয়েছে। মেক্সিকো দেওয়াল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের সদস্যদের বিবাদের জেরে অচলাবস্থা আমেরিকায়। খরচের জন্য অনুমোদন না দিয়েই মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ শুক্রবার মুলতুবি হয়ে গিয়েছে। অনুপ্রবেশ আটকাতে ট্রাম্প মেক্সিকো সীমান্তে পাঁচিল তোলার জন্য ৫ বিলিয়ন ডলার খরচ করার অনুমতি চেয়েছিলেন। ডেমোক্রাটরা এই প্রস্তাবের ঘোর বিরোধী। মতভেদ না মেটায় সরকারি অর্থ খরচ করার ওপরে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। সিনেটেও কোনও সমাধানের ইঙ্গিত মেলেনি। সঙ্কট এড়াতে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। শনিবার ফের বসছে হাউস। ক্রিস্টামাসের ছুটিতে শুক্রবারই ট্রাম্পের ফ্লোরিডায় যাওয়ার কথা থাকলেও তিনি তা বাতিল করেছেন।
Be the first to comment