হুমকির জেরে বন্ধ হয়ে গেল সাহিত্য আলোচনাসভা, মূল বক্তা ছিলেন নাসিরুদ্দিন

TAB_151212_NASEERUDDIN_SHAH Indian actor Naseeruddin Shah at the Dubai International Film Festival. Photo Zarina Fernandes/ Gulf News
Spread the love

হিন্দুত্ববাদী সংগঠনের হুমকির জেরে আতঙ্কে বন্ধ হয়ে গেল একটি সাহিত্য আলোচনাসভা। সেখানে মূল বক্তা ছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

বুলন্দশহরে এক পুলিশ অফিসারের হত্যার পর তিনি বলেছিলেন, এখানে পুলিশ অফিসারের প্রাণের থেকেও গরুর দাম বেশি। এরপরই আসরে নেমে পড়ে হিন্দুত্ববাদী সংগঠন। সেশান মিডিয়ায় ট্রোল থেকে শুরু করে হুমকি, তাঁর নামে পাকিস্তানের বিমানের টিকিট কেটে দেওয়া সবই হয়েছে। নাসিরুদ্দিন লিখেছেন, নিজের দেশের পরিস্থিতি নিয়ে একজন দুশ্চিন্তাগ্রস্ত পিতা হিসেবেই তিনি ওই মন্তব্য করেছেন। নিজের পুরানো স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে নাসিরকে ফিরতে হয়েছে মুম্বইয়ে। কারণ সাহিত্যসভার আয়োজকরা গোলমালের ভয়ে অনুষ্ঠানই বাতিল করেছেন। আজমিরে তাঁর বিরুদ্ধে বিক্ষোভও দেখিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন। তবে কোনও এফআইআর দায়ের করা হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*