হ্যাল অবশ্যই রাফাল যুদ্ধবিমান তৈরি করতে পারে। কিন্তু সমস্যা হল, ৩৬টি রাফাল কেনার যে চুক্তি হয়েছে, সেখানে প্রযুক্তি বা টেকনোলজি হস্তান্তরের উল্লেখ নেই। রাফাল বিতর্ক নতুন করে উস্কে দিলেন হ্যাল চেয়ারম্যান আর মাধবন। শুক্রবার উদয়পুরে ইঞ্জিনিয়ারদের একটি কনফারেন্সে যোগ দিয়েছিলেন তিনি। রয়টার্স সূত্রে খবর, হ্যাল চেয়ারম্যান দাবি করেন, হ্যাল অবশ্যই রাফাল তৈরিতে সক্ষম। কিন্তু, বর্তমান সরকার আলাদাভাবে ৩৬টি যুদ্ধবিমান কিনছে। এই মুহূর্তে যতদ্রুত সম্ভব সেগুলি হাতে পাওয়া জরুরী। এই নিয়ে অবশ্য বিরোধীরাও অভিযোগ তুলেছিল। তাদের দাবি, সরকারকে হ্যালকে উপেক্ষা করছে। সব যুদ্ধবিমান বাইরে থেকে না কিনে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে হ্যালকে দিয়েও তৈরি করা যেত। মাধবনও জানান, ৩৬টি রাফাল কেনার ক্ষেত্রে প্রোডকশনের প্রশ্নই ওঠে না। যদি ১২৬টি কেনা হত, তখন না হয় বাইরে থেকে কয়েকটি কেনা যেত। তেমনি দেশেও কয়েকটি তৈরি করা যেত। প্রথমদিকে যেমনটা আলোচনা এগিয়েছিল, সেই অনুসারে। নতুন এই চুক্তিতে হ্যাল কোনওভাবেই যুক্ত নয়। তিনি কনফারেন্সে বর্তমান ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যেও বলেন, আমাদের ইঞ্জিনিয়ারদের আরও দক্ষ হতে হবে। সেই সঙ্গে গবেষণা সংক্রান্ত কাজেও আরও উন্নতির জন্য বিনিয়োগও বাড়াতে হবে।
Be the first to comment