লোকসভার ভোটে লড়বেন কমল হাসান। শনিবার এই তামিল সুপার স্টার জানিয়েছেন, তাঁর দল মাক্কাল নিধি মাইয়ম ভোট দাঁড়াবে। সমমনোভাবাপন্ন দলের সঙ্গে তাঁর দল জোট করতে চায়। চেন্নাইয়ে দলের কর্মসমিতির বৈঠকের পর একথা জানান তিনি। কমল হাসান বলেন, লোকসভা ভোটের প্রার্থী তালিকা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এমনকী, তিনি নিজেও যে ভোটে দাঁড়াবেন, তাও জানিয়ে দেন তিনি। কমল হাসান একইসঙ্গে জানান, তামিলনাডুর ডিএনএ বদলাতে যারা চায়, তাদের সঙ্গে কোনও বোঝাপড়া হবে না। রাজ্যের উন্নয়নই হবে তাদের মূল লক্ষ্য। জোট নিয়ে কারা কথা বলতে আগ্রহী তা দেখেই তিনি জোটসঙ্গি বাছাই করবেন। ফেব্রুয়ারিতে নতুন দল গড়ার পর কমল হাসান দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছেন। বিজেপির প্রতি তাঁর বিরূপ মনোভাব কারও অজানা নয়। তাই কংগ্রসের সঙ্গেই জোট বাঁদার সম্ভাবনা বেশি বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
Be the first to comment