দু’দিন ধরে দিল্লিতে আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি এবং রাজ্য কংগ্রেসের পর্যবেক্ষক গৌরব গগৈ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে যান কিন্তু রাহুলের সঙ্গে আর দেখা হয় না। ৩ রাজ্যে জয়ের পর রাহুল গান্ধী ছুটি কাটাতে গিয়েছিলেন সিমলায়। সোমেন বাবু তাই আহমেদ প্যাটেলের সঙ্গে বৈঠক করেন।
অবশ্য রাহুলের সিমলা ট্যুর ছিলো অল্পদিনের। তাই শনিবার সোমেন মিত্র ও গৌরব গগৈ- এর সঙ্গে দিল্লিতে বৈঠক হয় রাহুল গান্ধীর। নিজেদের দল অর্থাৎ কংগ্রেসকে রাজ্যে শক্তিশালী করার কথা বলেন সোমেন বাবু। স্বাভাবিকভাবেই উঠে আসে জোট প্রসঙ্গ। সোমেন বাবু বলেন দল শক্তিশালী হলে তবেই জোট সম্ভব।
এছাড়া ফেব্রুয়ারিতে কংগ্রেস ব্রিগেডে সমাবেশ করতে চলেছে। সূত্রের খবর সোমেন বাবু সেই সমাবেশে আসার জন্য রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছেন এবং রাহুলও তাতে সম্মতি জানিয়েছেন।
Be the first to comment