শক্তিকান্ত দাসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন সুব্রহ্মণ্যম স্বামী

Subramanian Swamy, member of India's parliament for the Bharatiya Janata Party (BJP), speaks during an interview in New Delhi, India, on Friday, May 20, 2016. Outspoken, nationalist and combative toward minorities including Muslims and gays, Swamy has long been a lightning rod for controversy in India. Photographer: Prashanth Vishwanathan/Bloomberg via Getty Images
Spread the love

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস দুর্নীতিতে জড়িত। এই অভিযোগ এনেছেন বিজেপিরই সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর মতে, শক্তিকান্তের নিয়োগ আশ্চর্যজনক। স্বামী অবশ্য তাঁর অভিযোগের বিশদ জানানি। তবে অতীতেও তিনি এই অভিযোগ করেছেন।

স্বামী বলেন, “নতুন গভর্নর অত্যন্ত দুর্নীতিপরায়ণ। আমি তাঁকে অর্থমন্ত্রক থেকে সরিয়েছিলাম। আমি বলছি শক্তিকান্ত দুর্নীতিগ্রস্ত লোক। যাকে গুন্রনীতির জন্য সরানো হল, তাঁকেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর করা হল।” কাকে রিজার্ভ ব্যাঙ্কর গভর্নর করা হলে ভালো হয়, জনাতে চাইলে স্বামীর জবাব, বেঙ্গালুরুর আইআইএমের প্রাক্তন অধ্যাপক আর বৈদ্যনাথন। উর্জিত প্যাটেলের পদত্যাগের পর ১১ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হয়েছেন শক্তিকান্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*