সবরীমালা বিতর্কের মাঝেই পাম্বা বেস ক্যাম্পে পৌঁছলেন ১১ মহিলা

Spread the love

ছবি সৌজন্যে- (এএনআই)

সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশকে ঘিরে বিতর্ক তুঙ্গে ৷ এই বিতর্কের মাঝেই পাম্বা বেস ক্যাম্পে পৌঁছলেন ১১জন মহিলা ৷ যাদের প্রত্যেকেরই বয়স ৫০ বছরের নীচে ৷ যতই বাধা আসুক না কেন ! আয়াপ্পাকে দর্শন না করে তাঁরা ফিরবেন না ৷ আত্মবিশ্বাস এবং মনের জোরকে সঙ্গী করে এভাবেই এগিয়ে চলেছেন এই ১১জন মহিলা ৷

আয়াপ্পার মন্দির থেকে মাত্র ৪ কিমি দূরে অবস্থিত পাম্বা বেস ক্যাম্প ৷ সেখানেই আপতত বিশ্রাম নিচ্ছেন ওই ১১জন মহিলা ৷ কিন্তু এই মহিলাদের মন্দিরের ভিতরে প্রবেশকে কেন্দ্র করে ফের মন্দিরের ঐতিহ্য বাঁচাতে উঠে পড়ে লেগেছে হিন্দুত্ববাদী সংগঠন এবং মন্দির কর্তৃপক্ষ ৷

তবে, মহিলাদের সাফ দাবি, ‘আমরা যতক্ষণ না ঠাকুরের কাছে প্রার্থনা জানাতে পারছি ৷ ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ৷’ পুলিশি ঘেরাটোপে তাঁরা আজ সকালেই পৌঁছে গিয়েছেন পাম্বা বেস ক্যাম্পে ৷ এখান থেকে আয়াপ্পা মন্দিরের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার ৷

তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, ওডিশা এবং কর্ণাটক-সহ আরও বেশ কিছু রাজ্য থেকেই ১১ জন মহিলা সবরীমালা মন্দিরে এসে পৌঁছেছেন ৷ তাঁরা যাতে আয়াপ্পার কাছে সঠিকভাবে পুজো দিতে পারেন ৷ সেই বিষয়ে সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*