“ভারত নিজেই নিজের খেয়াল রাখতে জানে”, ইমরানকে পাল্টা দিলেন নাসিরুদ্দিন

Spread the love

আগে নিজের দেশ নিয়ে ভাবুন। ভারত নিজেই নিজের খেয়াল রাখতে জানে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সংখ্যালঘু কটাক্ষের এভাবেই জবাব দিলেন নাসিরউদ্দিন শাহ। দেশের অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলায় বিভিন্ন কট্টরবাদী সংগঠনের নেতাদের সমালোচনা ও হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু, যতই হোক এটা নিজের দেশে। আর নিজের ব্যাপারে অন্য কোনও রাষ্ট্রের যে নাক গলানোর অধিকার নেই, সেটাও বুঝিয়ে দিলেন তিনি।

গতকালই ইমরান খান সংখ্যালঘু ইস্যুতে এনডিএ সরকারের সমালোচনা করেন। নাসিরউদ্দিনের পুরনো বক্তব্য টেনে জিন্নার দূরদৃষ্টির কথাও বলেন। কিন্তু, সেই নাসিরউদ্দিনের শাহের সমালোচনার মুখেই যে পড়বেন, সেটা বোধহয় জানা ছিল না। পাক প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন বলিউড অভিনেতা বলেন, আমরা ৭০ বছর ধরে এই গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করছি। গণতন্ত্র কী সেটা ভালোভাবেই জানি। ইমরানের উচিত নিজের দেশের সমস্যা নিয়ে বেশি মাথা ঘামানো। ভারতে নিজের খেয়াল রাখতে জানে। কয়েকদিন আগেই কতিপয় কট্টরবাদী নেতা অভিনেতাকে ১৪ আগস্টে পাকগামী বিমানে তুলে দেওয়া জন্য তৎপর হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই, এবার তারাও চুপ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*