শনিবার ভোর থেকে হানা দিয়ে বাঁকুড়ার পাত্রসায়রে অবৈধ ভাবে বালি উত্তোলনের সঙ্গে যুক্ত অসংখ্য যন্ত্র আটক করল পুলিশ ও প্রশাসন । কাউকে আটক করা না গেলেও কে বা কারার এই অবৈধ ভাবে বালি উত্তোলনের সঙ্গে যুক্ত তা খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকায় দামেদরের বিভিন্ন ঘাট থেকে কখনও সরকারি অনুমতি নিয়ে আবার কখনও সরকারি অনুমতি ছাড়াই অবৈধ ভাবে বালি উত্তোলন করা হয় বলে অভিযোগ আসছিল প্রশাসনের কাছে ।
রবিবার সকালে বিষ্ণুপুরের মহকুমাশাসক মানস মণ্ডল ও মহকুমা পুলিশ আধিকারিক সুকোমলকান্তি দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দেয় পাত্রসায়ের থানার অন্তর্গত দামোদরের সাতখোল ও মামুদপুর ঘাটে । পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের দেখেই ঘাট ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । দুটি ঘাট থেকে ৫০ টিরও বেশি বালি তোলার অবৈধ সাক্সন বোট, ২০টি পে লোডার ও অনেকগুলি বালি বোঝাই লরি আটক করা হয়।
প্রশাসনের দাবি, সরকারি অনুমতি নিয়ে মামুদপুর ঘাটে অবৈধ ভাবে বালি উত্তোলন করা হচ্ছিল । অন্যদিকে সাতখোল ঘাটে বালি উত্তোলনের কোনো বৈধ অনুমতি নেই ।
Be the first to comment