বিহারে তড়িঘড়ি আসন বন্টন করলেন অমিত শাহ

Spread the love

উনিশের ভোটে বিহারে এনডিএ-এর আসন সমঝোতা হয়ে গেলো আজ। রবিবার নীতীশ কুমার আর রামবিলাস পাসোয়ানের সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর ঠিক করে নেন কে কত আসনে লড়বেন সামনের লোকসভায়। এদিন সাংবাদিক বৈঠকে এক পাশে নীতীশ এবং অন্য পাশে রামবিলাসকে নিয়ে অমিত শাহ বলেন, বিহারে ৪০টি আসনের মধ্যে বিজেপি এবং নীতীশ কুমারের দল ১৭টি করে আসনে লড়বে। বাকি ছ’টি আসনে লড়বে রামবিলাসের দল। তবে কে কোন আসনে লড়বে, তা রাজ্য নেতারা পরবর্তী সময়ে বসে আলোচনা করে নেবেন।

প্রসঙ্গত, হিন্দি বলয়ের তিন রাজ্যে সবে সবে মসনদ খুইয়েছে গেরুয়া শিবির। তাই উনিশের ভোটের আগে শরিকদের সামলেই এগোতে চাইছে বিজেপি। এমনটাই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে।

এ দিনের বৈঠক শেষেও অমিত শাহ বলেন, উনিশে মোদীর নেতৃত্বেই আবারও সরকার গঠন করবে এনডিএ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*