শুধুমাত্র ক্যারোল এবং বাইবেল পড়াই নয়, মঙ্গলবার অর্থাৎ সন্ধ্যাবেলা কলকাতার রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অব কালচার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে কলকাতার আর্চবিশপ থমাস ডিসুজাকে। আমন্ত্রণ পাওয়ার পর তিনি জানান, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাকে এমন একটা বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রী রামকৃষ্ণ মিশনের একটি খুব বিশেষ সাধু গোষ্ঠী আছে যারা একতা এবং প্রেমের বার্তা ছড়িয়ে দেন। আর সেকারনেই আমি ক্রিসমাসের সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমি সেখানে থাকতে পেরে খুশি এবং সাদৃশ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য তাঁরা যা করছেন তার জন্য আমি কৃতজ্ঞ।
তিনি গোলপার্ক এলাকার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সমাবেশে বক্তব্য রাখবেন বলেও জানা গিয়েছে। অনুষ্ঠানটির সূচনা হবে সন্ধ্যে সাড়ে ৬ টায় ক্রিসমাস ক্যারোল এবং বাইবেল পাঠের মাধ্যমে। তারপর আর্চবিশপ ডিসুজা একটি ক্রিসমাস বার্তা প্রদান করবেন।
প্রসঙ্গত, ১৮৮৬ সালে শ্রী রামকৃষ্ণদেব প্রয়াত হওয়ার প্রায় ৪ মাস পর, স্বামী বিবেকানন্দ তাঁর ৮ শিষ্যকে নিয়ে হুগলি জেলার শ্রীরামপুর এলাকার আন্তপুর গ্রামে জড়ো হন এবং ক্রিসমাসের দিন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মন্দিরে শপথ গ্রহণ করেন।
Be the first to comment