শান্তিনিকেতনে শুরু ঐতিহ্যের পৌষ মেলা

Spread the love

শান্তিনিকেতনে শুরু হল ১২৪ তম পৌষ মেলার। রবিবার ভোরে শীতের শান্তিনিকেতন সেজে ওঠে বেশ। ছাতিম তলায় একে একে হাজির হন আশ্রমিকরা। বৈদিক মন্ত্র ও উপসানার মেলবন্ধনে পৌষকে আহ্বান জানিয়ে শুরু হয় মেলা। আজ থেকেই ভিড় জমেছে মেলা প্রাঙ্গণে। হাজির দেশি-বিদেশি মিলে কয়েক হাজার পর্যটক।

রবিবার ভোরে গৌরাঙ্গ ভবনে প্রথমে বৈতালিক, আলো ফুটতেই শীতের রোদ গায়ে মেখেই উপসানায় পৌষ মেলা শুভ আরম্ভ করেন ছাত্র-ছাত্রীরা। বৈদিক পাঠের পর রবীন্দ্রসঙ্গীত, তারপরেই পৌষ মেলার ডাক। সবমিলিয়ে শান্তিনিকেতন আজ থেকেই পুরোপুরি উৎসবের মেজাজে। বেলা গড়াতেই ভিড় বাড়ে। তিন দিনের বদলে এবছর ছয় দিনের পৌষ মেলা। যা আশ্রমিক, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে বাড়তি পাওনা। পরিবেশের কথা মাথায় রেখে গত বছরের মতো এই বছরেও মেলায় আতস বাজি নিষিদ্ধ।

৭ -১২পৌষ চলবে মেলা। রেশ থাকবে ১৩ পৌষেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*