ভারত হলো বিশ্বের সবচেয়ে সহিষ্ণু দেশ। এর চেয়ে বেশি সহিষ্ণুতা আর কোথাও পাবেন না আপনি।” উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশ অফিসারের হত্যার ঘটনায় নাসিরুদ্দিন শাহের মন্তব্যের প্রেক্ষিতে এ কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নাসিরুদ্দিন কদিন আগে বলেছিলেন, বিজেপি সরকার মানুষের চেয়ে গরুকে প্রাধান্য দিচ্ছে। তাই তিনি তাঁর সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
রাজনাথ বলেন, “ইসলামে ৭২টি শাখা-উপশাখা আছে। এই সবগুলি আমাদের দেশে পাওয়া দেখতে পাওয়া যায়। ইসলামিক দেশগুলিতেও ইসলামের এতগুলি শাখা দেখতে পাওয়া যায় না। এ দেশে অসহিষ্ণুতার কোনও প্রশ্নই নেই।” স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “ভারতে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে। ধর্ম নির্বিশেষে সবাই দেশের উন্নয়নে ভূমিকা নেয়। ভবিষ্যতেও নেবে।”
দিন দুয়েক আগে কট্টর বিজেপি সমর্থক অনুপম খেরও সমালোচনা করেছিলেন নাসিরুদ্দিনের। তিনি বলেন, “আর কত স্বাধীনতা চান নাসিরুদ্দিন! এ দেশে সেনাবাহিনীকে গালাগাল দেওয়া যায়, জওয়ানদের পাথর ছুড়ে মারা যায়।”
নাসিরুদ্দিনের মন্তব্যের পরে একটি হিন্দু্ত্ববাদী সংগঠনের নেতা বলেন, নাসিরুদ্দিন তাঁর অভিনীত ছবি সরফরোশ-এ পাকিস্তানি এজেন্টের ভূমিকায় অভিনয় করেছিলেন। এখন তিনি পাকিস্তানি এজেন্টের মতোই আচরণ করছেন। আর এক নেতা তো নাসিরুদ্দিনকে করাচির ওয়ান ওয়ে টিকিট কেটে দিতে চেয়েছিলেন।
নাসিরুদ্দিন অবশ্য তাঁর বক্তব্য থেকে সরেননি। তিনি বলেছেন, “এক জন উদ্বিগ্ন ভারতীয় হিসেবে আমি নিরাপত্তার অভাবের প্রসঙ্গ তুলেছি। এতে আমাকে কেন বিশ্বাসঘাতক বলা হচ্ছে জানি না।” সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নাসিরুদ্দিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রবীণ অভিনেতা বলছেন যে, “আমার চিন্তা হয় কারণ কাল যদি আমার সন্তানদের কিছু লোক ঘিরে ধরে বলে, তোমরা হিন্দু না মুসলিম, ওরা কিছু জবাব দিতে পারবে না। আমার উদ্বেগ হয়, কারণ খুব শীগগির এই পরিস্থিতি বদলানোর কোনও সম্ভাবনা নেই।”
Be the first to comment