নবান্নে শেষ হলো দুই মুখ্যমন্ত্রীর বৈঠক। আর সোমবার প্রায় ১ ঘণ্টা বৈঠকের পর নবান্নে কে. চন্দ্রশেখর রাও সাংবাদিক সম্মেলন করেন। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা বা বৈঠক করতে সবসময় ভালো লাগে। আজ আমি কালীঘাটে দেবী দর্শন করে মা কালীর আশীর্বাদ নিই। তারপর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসি।
পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেসিআর বলেন, যখন দুজন পলিটিকাল পার্সনের কথা হয় তখন তাদের মধ্যে রাজনৈতিক আলোচনা হয়। আমাদের মধ্যেও দেশীয় রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের কথাবার্তা চলতেই থাকবে। খুব তাড়াতাড়ি আপনারা সুখবর পাবেন। এছাড়া অকংগ্রেসী, অবিজেপি জোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেসিআর বলেন এটাই কেসিআরের মিশন।
তিনি বলেন আমি ওড়িশ্যাতেও গিয়েছিলাম। নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক হয়েছে। আমি এই জোট যাতে হয় তার জন্য যথাসাধ্য চেষ্টা করবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে জেতার পর হায়দ্রাবাদে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। আজকের বৈঠকের পর এতটুকু বলতেই পারি যে, খুব শীঘ্রই সুসংবাদ পাবেন।
Be the first to comment