প্রথম শ্রেণির ক্রিকেটে মণিশ পান্ডের ৪নং ডাবল সেঞ্চুরি

Spread the love

শনিবার কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়ামে রঞ্জী ট্রফির ম্যাচে মণিশ পান্ডে উত্তর প্রদেশের বিরুদ্ধে তার ৪নং ডাবল সেঞ্চুরি করলেন। তার দল কর্ণাটক বিশাল রানের পাহাড় গড়ল উত্তর প্রদেশের বিরুদ্ধে। পান্ডের ডাবল সেঞ্চুরি আসে ২৩১ বল খেলে এবং ২৯টি চার এবং দুটি বিশাল ছক্কার সাহায্যে। মণিশ পান্ডের তার আগের সর্বোচ্চ স্কোর ২১৮ রান টপকে ২২১ রানে অপরাজিত থাকেন চা পানের বিরতি পর্যন্ত। তার সাথে যোগ্য সহায়তা করেন দেগা নিশ্চল, যিনি ১৯৫ রান করেন।
মণিশ পান্ডে তার প্রথম শ্রেণির ক্রিকেটে ৮২ ম্যাচে ৪৯.১৭ গড়ে ৫৫০০ এর উপর রান করেন। যার মধ্যে তার ১৬টা সেঞ্চুরি আছে।
এই ম্যাচে কর্ণাটক ক্যাপ্টেন বিনয় কুমার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাটিং পিচে কর্ণাটক ব্যাটসম্যানরা দ্বিতীয় দিনে চা পান বিরতি পর্যন্ত ৪ উইকেটে ৬০০ রানের বিশাল পাহাড় গড়েন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*