ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম দিলেন অন্তঃসত্ত্বা

Spread the love

চলন্ত বাসে নতুন প্রাণ। কলকাতায় ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম দিলেন অন্তঃসত্ত্বা। বাস চালক, কন্ডাক্টর থেকে শুরু করে অন্যান্য যাত্রীদের সহযোগিতায় এখন সুস্থ মহিলা ও সন্তান দুজনেই। হাওড়ার জগদীশপুরের ঘটনা।

যীশুর জন্মদিন উপলক্ষে চারিদিকে সাজো সাজো রব। এক্কেবারে ফেস্টিভ মুড। বড়দিনের আগেই চলন্ত বাসেই জন্ম নিল এক শিশুকন্যা। বাস চালক, কর্মীও অন্যান্যদের সহযোগিতায় বাসের মধ্যেই জন্ম হয় তার। সোমবার সকালে হুগলির গোবরা থেকে বাসে করে অন্তঃসত্ত্বা অঞ্জলি বর্মাকে শারীরিক পরীক্ষার জন্য কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাচ্ছিলেন স্বামী নান্টু বর্মা। হঠাৎই বেলগাছিয়া বেনারস রোডে অঞ্জলির প্রসব যন্ত্রনা ওঠে।

চলন্ত বাসেই জন্ম দেন এক কন্যা সন্তানের। ঘটনাস্থল থেকে হাওড়া হাসপাতালের দূরত্ব বেশি হওয়ায়, চালক বাসটিকে প্রথম দাঁড় করান। সমস্ত যাত্রীদের সেখানে নামিয়ে তড়িঘড়ি বাস ঘুরিয়ে কাছের জগদীশপুর গ্রামীণ হাসপাতালে সদ্যোজাত ও মাকে নিয়ে যান। সেখানেই চিকিৎসা শুরু হয় দুজনের। বাস চালকের তৎপরতায় মা ও সন্তান দুজনেই ভালো আছে বলে জানিয়েছেন নান্টু বর্মা।

এভাবে মা ও সদ্যোজাত সন্তানকে সাহায্য করতে পেরে খুশি বাস চালক, কনডাক্টর ও অন্যান্য যাত্রীরা। বড়দিনের প্রাক্কালে বর্মা পরিবারে নতুন অতিথির আগমন। একটু অন্যরকমভাবে হলেও, সকলের সহযোগিতায় শেষ পর্যন্ত সব ঠিক আছে, মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছে বলে শান্তিতে বর্মা পরিবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*