অশোক চক্র ব্যবহার করার নির্দেশ দিলো রাজস্থানের কংগ্রেস সরকার

Spread the love

রাজস্থানের নতুন কংগ্রেস সরকার সরকারি চিঠি ও বিজ্ঞপ্তিতে জনসংঘের প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের ছবি লাগানো লোগোর বদলে জাতীয় প্রতীক অশোক চক্র ব্যবহার করা নির্দেশ দিচ্ছে। বসুন্ধরা রাজে সিন্ধিয়ার বিজেপি সরকারের আগেকার নির্দেশ তারা খারিজ করেছে। এই মর্মে সরকারি নির্দেশ জারি করা হচ্ছে।

বিজেপি সরকারের আমলে সব সরকারি আদেশ ও কাগজপত্রে দীনদয়ালের ছবিওয়ালা লোগো ব্যবহার বাধ্যতামূলক ছিল। সেইসময়ই তার প্রতিবাদ জানিয়েছিল কংগ্রেস। তাদের বক্তব্য ছিল, সরকার আরএসএসের অ্যাজেন্ডা চাপিয়ে দিচ্ছে। এটা জাতীয় প্রতীকের অপমান। ২০১৭ সালের ১১ ডিসেম্বর বসুন্ধরা রাজের সরকার ওই নির্দেশ জারি করেছিল। এছাড়াও, সরকারি লাইব্রেরিতে দীনদয়ালের জীবনীগ্রন্থ রাখা বাধ্যামূলক করার আদেশও প্রত্যাহার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*